Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

অপহরণ-ধর্ষণ-নির্যাতনে ক্ষতিগ্রস্ত ছাত্রীর চোখ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অপহরণ-ধর্ষণ-নির্যাতনে ক্ষতিগ্রস্ত ছাত্রীর চোখ
প্রতীকী ছবি

ময়মনসিংহে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে (১৪) অপহরণ, ধর্ষণ ও নির্যাতন করে ডান চোখ ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। প্রথম ধাপের চিকিৎসা শেষে চোখটি বাঁচাতে কর্নিয়া খুলে পরিবারের কাছে দিয়ে দেন চিকিৎসক। সেটি এখন ঘরের ফ্রিজে রাখা আছে। কিন্তু অর্থের অভাবে পুনরায় হাসপাতালে যেতে পারছে না মেয়েটির পরিবার।

ভুক্তভোগী নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি (সিআর) মামলা হয়। আদালতের নির্দেশনা পেয়ে গত শুক্রবার ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মোসলেম উদ্দিন সরেজমিনে তদন্ত করেন।

মামলা সূত্রে জানা গেছে, কচুরি গ্রামের মোহাম্মদ হোসাইন (২২) গত ১ জুন বাড়ির সামনে থেকে মেয়েটিকে অপহরণ করেন। পরে নারায়ণগঞ্জে আটকে রেখে ধর্ষণ-নির্যাতন করে গত ৬ সেপ্টেম্বর রাতে এলাকায় ফেলে যান। পরে ঢাকায় ১৫ দিন তার চোখের চিকিৎসা করানো হয়।

মেয়েটির বাবা বলেন, ‘চিকিৎসক আবার নিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছি না।’

মামলার তদন্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, এই মামলায় (সিআর) আসামি ধরার কোনো বিধান নেই। তিনি ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় আদালতে প্রতিবেদন দিতে পারছেন না।

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার