হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে। 

স্থানীয়রা জানান, মুর্শেদা বেগম দেওয়ানগঞ্জ স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট কাটেন। ট্রেন ছাড়ার সময় তিনি ট্রেনে উঠতে চেষ্টা করেন। এ সময় পা পিছলে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। 

নিহতের ভাই ফজলু মিয়া জানান, মুর্শেদা দীর্ঘদিন থেকে রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সোমবার কমিউটার ট্রেনে তিনি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে যান। ট্রেনে ওঠার সময় তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

সহকারী স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, মুর্শেদা বেগম কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ট্রেন ছেড়ে দিলে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েন। 

দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন বলেন, মুর্শেদা অসুস্থ ছিলেন। ধীর গতিতে চলা ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন। এ বিষয়ে তাঁর স্বজনদের কোনো অভিযোগ নেই।

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাত সন্তান এবং এক অসুস্থ শাশুড়ি—অভাবের সঙ্গে যুদ্ধ এক মায়ের

ছাগলে খেল ধান, সংঘর্ষে কৃষকের গেল প্রাণ

গজনী অবকাশকেন্দ্রের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭ বন্য প্রাণী উদ্ধার

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে