হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার ‘হিমু পাঠক আড্ডা’ নামের একটি সংগঠনের আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনের সদস্যরা। আজ সকাল ১১টার দিকে আনন্দ শোভাযাত্রাটি শহরের সাতপাই থেকে শুরু হয়ে মোক্তারপাড়া খেলার মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আলপনা বেগম এতে নেতৃত্ব দেন।

সংগঠনের সদস্যরা হিমু-রুপা সেজে এতে অংশ নেয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আয়োজনের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিসিট) বিপীন চন্দ্র বিশ্বাস উৎসবে যোগ দিয়ে কেক কাটেন।

জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় গান আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক মতীন্দ্র সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্যসচিব হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, কলেজশিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

হুমায়ূন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নানা আয়োজনে জন্মদিন পালন করা হয়।

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাত সন্তান এবং এক অসুস্থ শাশুড়ি—অভাবের সঙ্গে যুদ্ধ এক মায়ের

ছাগলে খেল ধান, সংঘর্ষে কৃষকের গেল প্রাণ

গজনী অবকাশকেন্দ্রের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭ বন্য প্রাণী উদ্ধার

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে