শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ধাতুয়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে নিজ ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান মিজানুর। সংযোগ দেওয়ার সময় কিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পরিবার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।