Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

দুর্গাপুর প্রতিনিধি

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা
শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে তাঁকে কোপানো হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

পুলিশের এসআই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথে ওই এলাকার বেশ কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালে নিহত এসআই শফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে নিহত এসআই শফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার সুমি বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’

শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩

কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, মুদিদোকানি গ্রেপ্তার

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

বর্ষবরণে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফেসবুকে পুরোনো ব্যানারে ‘বঙ্গবন্ধু চত্বর’ দেখে বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ইউএনও লাঞ্ছিত

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু