Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ৫ নারী পেলেন অদম্য নারীর সম্মাননা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ৫ নারী পেলেন অদম্য নারীর সম্মাননা
ময়মনসিংহে ৫ নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।

বিভাগের চার জেলা থেকে নির্বাচিত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচ বিভাগে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ময়মনসিংহের শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জামালপুরের ফারজানা ইসলাম, সফল জননী ময়মনসিংহের নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ময়মনসিংহের শিউলী রানী বিশ্বাস এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহের হোসনা আক্তার।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মুনমুন নাজমা বেগমসহ বিভিন্ন উপজেলার আরও ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। সম্মাননা প্রদানের আগে শ্রেষ্ঠ অদম্য পাঁচ নারীর কর্মজীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অদম্য নারীরা সম্মান অর্জন করতে পারেন। মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে অদম্য নারীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।

শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩

কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, মুদিদোকানি গ্রেপ্তার

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

বর্ষবরণে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফেসবুকে পুরোনো ব্যানারে ‘বঙ্গবন্ধু চত্বর’ দেখে বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ইউএনও লাঞ্ছিত

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু