হোম > সারা দেশ > ময়মনসিংহ

আটপাড়ায় বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।

এর আগে গতকাল রাতে কৈলং গ্রামে গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়। ভিক্কু মিয়া একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিক্কু মিয়া গতকাল সন্ধ্যার পর গণেশের হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা ধারণা করেন পাশের পাড়ায় ইসলামিক ওয়াজ মাহফিলে গেছে। মাহফিল শেষে হলে তারা মাহফিলে খবর পাঠিয়ে জানতে পারে তিনি সেখানে ছিলেন না।

খোঁজা-খুঁজি করে না পাওয়ায় মাহফিলের মাইক থেকে মাইকিংও করা হয়। পরে এলাকার লোকজন গণেশ হাওরে খোঁজার জন্য যায়। গিয়ে দেখে নৌকার বইঠা ভাসছে। পাশেই তাঁর লাশ ভাসছিল। পরে তাঁরা মরদেহ উদ্ধার করেন।

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি, পরিবারের দাবি ভিক্কু মিয়ার মৃগী রোগ ছিল। তাই পানিতে পরে মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘুমাচ্ছিলেন নৌকায়, নদীর পাড় ভেঙে মৃত্যু বিআইডব্লিউটিএ কর্মচারীর

হেফাজত নেতাকে মারধর ও বাড়িঘরে হামলা, বিএনপি নেতাকে অব্যাহতি

সালিসে না আসায় দল বেঁধে গিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে ২ ভায়রার মৃত্যু

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোনায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সাত সন্তান এবং এক অসুস্থ শাশুড়ি—অভাবের সঙ্গে যুদ্ধ এক মায়ের

ছাগলে খেল ধান, সংঘর্ষে কৃষকের গেল প্রাণ

গজনী অবকাশকেন্দ্রের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭ বন্য প্রাণী উদ্ধার

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে