Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
সড়ক দুর্ঘটনার কবলে পড়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বগুড়া-নাটোর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের ব্যক্তি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ওসি তারিকুল ইসলাম বলেন, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বনবাঘা বাসস্ট্যান্ডে মহাসড়কে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এ সময় মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। মাছবাহী ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে তাঁর লাশ উদ্ধার করে।

এ ছাড়া দুই ট্রাকের চালক, এক সহকারী ও অটো রিকশার দুজন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি বলেন, দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ভেঙে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

কাঁটাতারের বেড়ায় বন্ধ স্কুলমাঠের খেলা

নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে রাবির ২ সমন্বয়কের পদত্যাগ

সাবেক এমপি হেনরীর বাড়ির বাথরুমে রাখা ছাত্রের লাশের পরিচয় মিলেছে

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

সড়ক দুর্ঘটনায় বাবা আহত—ভুয়া খবর দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ-সম্পাদক সজীব

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, খালুর যাবজ্জীবন কারাদণ্ড

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি