Ajker Patrika

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আদালত থেকে চয়ন ইসলামকে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত
আদালত থেকে চয়ন ইসলামকে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলি আদালতের বিচারক মো. গোলাম রব্বানী তাঁকে ছয় দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুটি মামলায় পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) ফজলুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালে শাহজাদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় চয়ন ইসলামকে আজ আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তিন দিন করে ছয় দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার সাবেক যুবলীগ নেতা মৃত খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ৯ ফেব্রুয়ারি রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দ্বিতীয় স্ত্রীসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত