Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি, নিরাপত্তাকর্মীকে এনসিপি নেতা-কর্মীদের মারধর

বগুড়া প্রতিনিধি

মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি, নিরাপত্তাকর্মীকে এনসিপি নেতা-কর্মীদের মারধর
ছবি: সংগৃহীত

বগুড়ার মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি করায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গতকাল বুধবার শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজিয়া জানান, রমজান মাস উপলক্ষে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টায় এনসিপি পরিচয়ে ২৫ থেকে ৩০ ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটার মূল ফটকে আসেন। তাঁদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। মহাস্থান জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। ফটক খুলতে এই দেরি হওয়ায় তাঁরা ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। সেই সঙ্গে চলে যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘২৫ মার্চ (মঙ্গলবার) ঢাকা থেকে এনসিপির কিছু নেতা-কর্মী মহাস্থান বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। তবে সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় এ–সংক্রান্ত জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখছি কারা ঘটনা ঘটিয়েছে।’

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে জিম্মি, হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

ধর্ষণচেষ্টার বিচার হলো গ্রাম্য সালিসে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার