Ajker Patrika

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর আটক ছিনতাইকারী। পরে তাকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ লোকজন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর আটক ছিনতাইকারী। পরে তাকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ লোকজন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনার পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছেন ক্ষুব্ধ লোকজন। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর হামলায় নিহত হন নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ী গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩১), আর গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর নাম আমিনুল ইসলাম (৩৩)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। তখন বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেন এবং পিটিয়ে হত্যা করেন।

ওসি জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত