Ajker Patrika

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি   
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৭: ৫৪
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিল। পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ দুজন নিহত এবং চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়।

আহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত