রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন বলে জানিয়েছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার।
সহকারী স্বাস্থ্য পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৪৯ জন, নাটোরে ৩৯ জন, জয়পুরহাটে ৩৭ জন, বগুড়ায় ১৪১ জন, সিরাজগঞ্জে ৩৭ জন ও পাবনায় ৫৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ সময় বিভাগে করোনা পজিটিভ হয়ে কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ৯৫ জন।