রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হয়েছেন।
বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার জানান, ওই ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৩৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৯ জন, নওগাঁয় ১২০ জন, নাটোরে ৬৪ জন, জয়পুরহাটে ৩৯ জন, বগুড়ায় ১৬৬ জন, সিরাজগঞ্জে ৯৬ জন এবং পাবনায় ২০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৬৪ জন।