বগুড়ায় মুক্তার হোসেন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুক্তার হোসেন শহরের সুলতানগঞ্জপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি মাদক সেবনের অভিযোগে কারাগারে ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার মনির আহমেদ জানান, গত ১৩ ডিসেম্বর আদালতের মাধ্যমে মুক্তার হোসেনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ৭ জানুয়ারি তিনি কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।