রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে চড়ে ভ্রমণের সময় ছিটকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার। তিনি বলেন, ‘রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। সকালে ডিঙ্গাডোবা মোড়ে ইঞ্জিন থেকে ছিটকে তিনি রেলের নিচে পড়ে মারা যান। তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। নিহতে নাম ও পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’