রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় এ বি এম শরীফ উদ্দিন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহী করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতেও এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ফরহাদ প্রমুখ।
মেলায় ক্রোকারিজ সামগ্রী, খাদ্যসামগ্রী, তাঁতবস্ত্র, গার্মেন্ট, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার ও পোশাকের ৬০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।