Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিভাগে এক দিনে ১০২৩ জনের করোনা শনাক্ত, মৃত ৪

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিভাগে এক দিনে ১০২৩ জনের করোনা শনাক্ত, মৃত ৪

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার।

ডা. নাজমা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৮ জন, নওগাঁয় ৬৩ জন, নাটোরে ৭১ জন, জয়পুরহাটে ৭৭ জন, বগুড়ায় ৮৮ জন, সিরাজগঞ্জে ১৩৪ জন ও পাবনায় ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ২৮৯ জন।

অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাঁরা মারা যান বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে শুধু নাটোরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। 

ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৬ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৯ জন। 

আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৩ জন। আগের দিন সোমবার জেলার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ৫২ দশমিক ২৬ শতাংশ।

রাবি ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

নওগাঁ মেডিকেল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

তানোরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত: হত্যা মামলায় সাবেক মেয়র মিজান হুকুমের আসামি

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু, ৬ জনের নামে হত্যা মামলা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাবিতে পোশাক নিয়ে কটূক্তি ও মারধরকারীদের গ্রেপ্তার দাবি

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

বিএনপির আধিপত্যের দ্বন্দ্ব, কর্মীসহ নিহত ২

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত