গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তের পানিতে ডুবে বাক্প্রতিবন্ধী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাক্প্রতিবন্ধী তরুণের নাম মহসিন মিয়া (১৯)। তিনি চারিতাবাড়ী গ্রামের আনারুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
স্বজনদের বরাত দিয়ে ওসি মাহবুব আলম বলেন, ‘আজ সকালে বাক্প্রতিবন্ধী মহসিন মিয়া বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে দাদির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের জমিতে থাকা গর্তের পানিতে পড়ে যান তিনি। পরে আর উঠতে পারেননি। স্থানীয়রা তাঁকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করেন।’