Ajker Patrika

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯: ৪২
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে দিনাজপুর দুদকের প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে দিনাজপুর দুদকের প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসে দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

আজ দুপুরে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনসহ তদন্তে এসে দুদকের দলটি সড়ক মাপজোখ করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলী।

এদিকে তদন্ত কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। এ ছাড়া সড়কের কাজের সময় আমি ছিলাম না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’

তদন্তকালে দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার বলেন, ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দিনাজপুর দুদক জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে দিনাজপুর থেকে বিরামপুর পর্যন্ত এসেছি, এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখেছি ফুলবাড়ী টু বিরামপুর পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাব এবং তদন্ত করে তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করে কমিশনে পাঠাব। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত