পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও। আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর সচল হয়ে ওঠে।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন বন্ধের পর আজ বেলা সাড়ে ১১টা থেকে ভারতের সঙ্গে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সব কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঈদ উপলক্ষে এই বন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে।