Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাস ব্যবসা দখল রাঁঙ্গার অভিযোগ ব্যবসায়ীর

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বাস ব্যবসা দখল রাঁঙ্গার অভিযোগ ব্যবসায়ীর
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে বাস ব্যবসা দখলের অভিযোগ করেছেন এক পরিবহন ব্যবসায়ী।

গতকাল শনিবার রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হারাগাছের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী ফজল এ খোদা বাপ্পী।

বাপ্পী জানান, তিনি ২০০১ সালে তৎকালীন রংপুর জেলা মোটর মালিক সমিতির সড়কবিষয়ক সহসম্পাদক মোত্তালেব হোসেন বাদলকে সঙ্গে নিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। নাম রাখেন সৌকত পরিবহন। কিন্তু মোত্তালেব ২০০৬ সালে রংপুর জেলা মোটর মালিক সমিতির সেক্রেটারি রাঙ্গাঁর ভগ্নিপতি হাফিজুল ইসলাম দুলুকে নিয়ে একই নামে গাড়ি নামাতে চাইলে বিরোধ দেখা দেয়। রাঙ্গাঁ

২০০৯ সালে প্রতিমন্ত্রী হলে তাঁর নির্দেশে বাপ্পীর গাড়িগুলো আটক এবং ব্যবসা দখল করে নেওয়া হয়। পরে তাঁকে হত্যার পরিকল্পনা করা হলে তিনি ঢাকায় আত্মগোপনে থাকেন দীর্ঘ ১৫ বছর।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গার ভগ্নিপতি হাফিজুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ব্যানারে গাড়ি চালাচ্ছি। বাপ্পীর ব্যানার জবরদখল করি নাই। সে মিথ্যা প্রচার চালাচ্ছে।’ অন্যদিকে মোত্তালেব বলেন, ‘বাপ্পীর অভিযোগ

পুরোপুরি মিথ্যা। সে আমাদের হেয় করার জন্য বিভিন্ন খানে গিয়ে অপচেষ্টা চালাচ্ছে।’

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২