Ajker Patrika

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

১৮ বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কাশেম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা-পুলিশ। গতকাল শনিবার গাজীপুর থেকে র‍্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম নীলফামারী শহরের বাড়ইপাড়া এলাকার মৃত আলী জানের ছেলে।

পুলিশ জানায়, ২০০৭ সালে কাশেম তাঁর দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখেন। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেমকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই থেকে ১৮ বছর পালিয়ে ছিলেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত রাতে অভিযান পরিচালনা করে তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত