ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ঠাকুরগাঁও সদর থানা–পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে নিয়ে আসে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা, বিস্ফোরক ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে যুবলীগ নেতা দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে।
তাকে সদর থানার দায়েরকৃত এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।