Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

২৫ লাখ টাকা দিয়েও লাশ হয়ে ফিরলেন মিলন

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৫ লাখ টাকা দিয়েও লাশ হয়ে ফিরলেন মিলন
নিহত মিলন। ছবি: আজকের পত্রিকা

প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর ২৫ লাখ টাকা মুক্তিপণ নিয়েও শেষ রক্ষা হলো না কলেজছাত্র মিলনের। গতকাল বুধবার রাতে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিলনের লাশ উদ্ধার করা হয়।

মিলন হোসেন (২৩) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে সেজান আলী। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সেজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে এ ঘটনার তদন্ত করছিলাম। প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মিলনকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।’

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ জানান, ‘বুধবার রাতে আমরা দুজনকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেখানোমতে স্থানীয় সাক্ষীদের সামনে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। ঘটনার দিন রাত ১টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা।

সর্বশেষ মিলনের পরিবারকে ৯ মার্চ রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ১০টার ট্রেনে উঠতে বলে অপহরণকারীরা। এরপর জেলার পীরগঞ্জের সেনুয়া এলাকায় চলন্ত ট্রেন থেকে ২৫ লাখ টাকার ব্যাগটি বাইরে ফেলে দিতে বলে চক্রটি। মিলনের জন্য দুই সেট পোশাকসহ ২৫ লাখ টাকা ট্রেন থেকে ফেলে দেওয়ার ১০ মিনিট পর টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অপহরণকারী চক্র।

এরপর দিনাজপুর রেলওয়ে স্টেশনে অপহৃত মিলনকে পাওয়া যাবে বলে তথ্য দেয় চক্রটি। কিন্তু স্টেশনে গিয়ে সম্পূর্ণ স্টেশন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সেদিন রাত ১১টা থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করেও ছেলের দেখা পায়নি পরিবারটি।

মিলনের পরিবারের সদস্যরা জানান, মিলনকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা দেওয়ার পরও মিলনকে জীবিত ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

হাবিপ্রবির সাবেক ২ ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

নীলফামারীতে আরও চার ভিসা প্রতারক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

তিস্তার ভাঙনে বিলীন তিন শিক্ষাপ্রতিষ্ঠান

বীরগঞ্জে এক রাতে গ্রেপ্তার ১৩

লালমনিরহাটে অভিযান শেষে আবার চালু অবৈধ ৬ ইটভাটা

বালিয়াডাঙ্গীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, দেবর-শাশুড়ি আটক

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন জি এম কাদের

বেরোবিতে আ.লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০