লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে অবৈধ পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম থামছেই না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ পেয়ে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে। এগুলো মেরামত করে ইট তৈরি করছেন শ্রমিকেরা।
ছয়টি ভাটা হলো কালীগঞ্জ উপজেলার দলগ্রামের এমজেএ-২ ব্রিকস, বিবিএমসি ব্রিকস, হাতীবান্ধার বড়খাতার টিএমএন ব্রিকস, আদিতমারীর পশ্চিম ভেলাবাড়ির সান-টু ব্রিকস, পূর্ব দৌলজোরের ওয়ান স্টার ব্রিকস ও সাপ্টিবাড়ির এলএমবি ব্রিকস। সরেজমিনে দেখা গেছে, ভাটাগুলোর চিমনির সামান্য অংশে ভাঙার চিহ্ন থাকলেও তা সংস্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের তালিকা মতে, লালমনিরহাটের ৫৫টি ইটভাটার মধ্যে ৩২টির বৈধ কোনো কাগজপত্র না থাকায় কালোতালিকাভুক্ত করা হয়। এর মধ্যে কিছু বন্ধ থাকলেও অধিকাংশই চলছে আদালতে রিট ও স্থানীয় প্রশাসনকে হাত করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়েছিল জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে। তিনি আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালোতালিকাভুক্ত সব ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১২ তারিখের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে ছবিসহ প্রতিবেদন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে পাঠান। কিন্তু ইতিমধ্যে ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে।
১২ মার্চ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ-২ ভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন। একই দিন পাশের বিবিএমসি ভাটায় অভিযান চালানো হয়। এমজেএ-২ ভাটার এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তাঁদের এখানে একই উঠানে দুটি ভাটা। একটির চিমনির সামান্য ভেঙেছিল ম্যাজিস্ট্রেটের বুলডোজার ও কিছু ইট ভিজিয়ে দিয়েছিল। পরে কর্মচারীরা চিমনিটি সংস্কার করেন।
বিবিএমসি ভাটাও অভিযানের পরদিন থেকে চালু রয়েছে। এ নিয়ে কথা হলে এর মালিক আতাউর রহমান বলেন, ‘৬ মার্চ হাইকোর্টে রিট করেছি। রিটের কাগজ দেখালেও ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করে ভাটার চিমনি ভেঙেছিলেন, যা সংস্কার করে আবার চালু করেছি। সবাই রিটের কাগজ দিয়ে চালাচ্ছে, তাই আমিও চালু করেছি।’
সান-টু ব্রিকস ভাটার পাশের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট যে বুলডোজার নিয়ে এসেছিলেন এর চালককে তিন হাজার টাকা ঘুষ দেওয়ায় বেশি ভাঙেনি। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরই ভাটা চালু করেছে।’
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘অবৈধ সব ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কেউ চালু করে এর তালিকা বা নাম দিলে আমরা দ্রুত আবার বন্ধ করে দেব।’ তবে অবৈধ কোনো ভাটা চালু নেই বলে দাবি করেন তিনি।
লালমনিরহাটে অবৈধ পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম থামছেই না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ পেয়ে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে। এগুলো মেরামত করে ইট তৈরি করছেন শ্রমিকেরা।
ছয়টি ভাটা হলো কালীগঞ্জ উপজেলার দলগ্রামের এমজেএ-২ ব্রিকস, বিবিএমসি ব্রিকস, হাতীবান্ধার বড়খাতার টিএমএন ব্রিকস, আদিতমারীর পশ্চিম ভেলাবাড়ির সান-টু ব্রিকস, পূর্ব দৌলজোরের ওয়ান স্টার ব্রিকস ও সাপ্টিবাড়ির এলএমবি ব্রিকস। সরেজমিনে দেখা গেছে, ভাটাগুলোর চিমনির সামান্য অংশে ভাঙার চিহ্ন থাকলেও তা সংস্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের তালিকা মতে, লালমনিরহাটের ৫৫টি ইটভাটার মধ্যে ৩২টির বৈধ কোনো কাগজপত্র না থাকায় কালোতালিকাভুক্ত করা হয়। এর মধ্যে কিছু বন্ধ থাকলেও অধিকাংশই চলছে আদালতে রিট ও স্থানীয় প্রশাসনকে হাত করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়েছিল জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে। তিনি আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালোতালিকাভুক্ত সব ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১২ তারিখের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে ছবিসহ প্রতিবেদন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে পাঠান। কিন্তু ইতিমধ্যে ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে।
১২ মার্চ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ-২ ভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন। একই দিন পাশের বিবিএমসি ভাটায় অভিযান চালানো হয়। এমজেএ-২ ভাটার এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তাঁদের এখানে একই উঠানে দুটি ভাটা। একটির চিমনির সামান্য ভেঙেছিল ম্যাজিস্ট্রেটের বুলডোজার ও কিছু ইট ভিজিয়ে দিয়েছিল। পরে কর্মচারীরা চিমনিটি সংস্কার করেন।
বিবিএমসি ভাটাও অভিযানের পরদিন থেকে চালু রয়েছে। এ নিয়ে কথা হলে এর মালিক আতাউর রহমান বলেন, ‘৬ মার্চ হাইকোর্টে রিট করেছি। রিটের কাগজ দেখালেও ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করে ভাটার চিমনি ভেঙেছিলেন, যা সংস্কার করে আবার চালু করেছি। সবাই রিটের কাগজ দিয়ে চালাচ্ছে, তাই আমিও চালু করেছি।’
সান-টু ব্রিকস ভাটার পাশের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট যে বুলডোজার নিয়ে এসেছিলেন এর চালককে তিন হাজার টাকা ঘুষ দেওয়ায় বেশি ভাঙেনি। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরই ভাটা চালু করেছে।’
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘অবৈধ সব ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কেউ চালু করে এর তালিকা বা নাম দিলে আমরা দ্রুত আবার বন্ধ করে দেব।’ তবে অবৈধ কোনো ভাটা চালু নেই বলে দাবি করেন তিনি।
বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কবিরাজ।
১০ মিনিট আগেগতকাল শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডের স্থান শনাক্ত ও আগুন নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
৪২ মিনিট আগেপছন্দের ঠিকাদার ও আত্মীয়স্বজনকে বেছে বেছে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু রায়হানের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, কাজের সময় বৃদ্ধিতে হয়রানি ও অর্থ আদায়, ঠিকাদারকে দরপত্রের গোপন দর জানিয়ে দেওয়া, কর্মচারীদের হয়রানিসহ...
৭ ঘণ্টা আগেবাগেরহাটের ফকিরহাটে মোট ২৮ হাজার ৪২৬টি নলকূপ। তবে আতঙ্কের বিষয় হলো, এগুলোর মধ্যে ১৩ হাজার ৯৭১টিতে আর্সেনিকের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৪৯ দশমিক ১৪ ভাগ। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক পরীক্ষায়...
৮ ঘণ্টা আগে