Ajker Patrika

ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধায় ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দোয়ানীতে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের কাছে বিদ্যুতের অত্যাধুনিক খুঁটি নির্মাণের কাজ চলছে। সেই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ট্রাক থেকে পণ্য খালাসের শ্রমিক সরবরাহের প্রস্তুতি নেন গড্ডিমারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরই মধ্যে সে কাজে ভাগ বসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল তালুকদার, যা নিয়ে দুই পক্ষে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাতে ওই কাজের জন্য সিমেন্টভর্তি একটি ট্রাক এলে শ্রমিক নিয়ে তা খালাস শুরু করেন গড্ডিমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক রোকনুজ্জামান বাবুল। খবর পেয়ে সানিয়াজান ইউনিয়ন থেকে লোকজন নিয়ে এসে সেই কাজে বাধা এবং নিজের শ্রমিকদের নিয়োগ করেন সোহেল। এতে বাগ্‌বিতণ্ডার পর হামলা করা হলে আহত হন বাবুল।

এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চারজনকে ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

হাসপাতালে ভর্তি বাবুল বলেন, ‘আমি স্থানীয় শ্রমিকদের নিয়ে ট্রাক থেকে সিমেন্ট আনলোড করছিলাম। এ সময় হঠাৎ সোহেল তালুকদার লোকজন নিয়ে এসে আমাকে মারধর শুরু করেন।’

গড্ডিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ‘গড্ডিমারীর কাজ স্থানীয় শ্রমিকেরা করবেন, এটিই স্বাভাবিক। কিন্তু সোহেল তালুকদার নিজের সানিয়াজান ইউনিয়নের শ্রমিক দিয়ে কাজ করাতে এবং অন্য জিনিস নিজেই সরবরাহ করতে চান। এ জন্য ত্রাস সৃষ্টি করতে আমার ইউনিয়নের যুবদলসহ বিএনপির নেতা-কর্মীদের মারধর করেছেন। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত