Ajker Patrika

বীরগঞ্জে এক রাতে গ্রেপ্তার ১৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
দিনাজপুরের বীরগঞ্জ থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের বীরগঞ্জ থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

জুয়া খেলার অপরাধ এবং পরোয়ানার আসামিসহ মাদক ও বিভিন্ন মামলায় এক রাতেই ১৩ জনকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবারের অভিযানে আটক ব্যক্তিদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে পাল্টাপুর ইউনিয়নের রাজীবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক ইউপি সদস্য কাঞ্চু শেখ, হাটখোলা এলাকার মৃত খতিব উদ্দিনের ছেলে হামিদুল কসাই। এর মধ্যে কাঞ্চু শেখ জুয়ার আয়োজন করেন বলে পুলিশ জানিয়েছে।

বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি বলেন, ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুরের নেতৃত্বে পরিচালিত দিবা-রাত্রি নন-স্টপ সার্ভিস চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত