হোম > সারা দেশ > রংপুর

বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

বিজিবি-বিএসএফ বৈঠক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শূন্যরেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের ঝাকুয়াটারী সীমান্তে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দুই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে বিএসএফের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। সিসি ক্যামেরা অপসারণের আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

গত রোববার রাতে ভূরুঙ্গামারীর ঝাকুয়াটারী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। এতে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে বিএসএফকে সিসি ক্যামেরা অপসারণের আহ্বান জানায় বিজিবি। কিন্তু বিএসএফ ওই দিন সিসি ক্যামেরা অপসারণ করেনি।

স্থানীয়রা জানায়, গত রোববার রাতে বিএসএফ ঝাকুয়াটারী সীমান্তের জিরো পয়েন্টের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের একটি ইউক্যালিপটাসগাছে সিসি ক্যামেরা স্থাপন করে। সেখান একটি মসজিদ রয়েছে। ওই মসজিদে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকেরা একত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।

বিজিবি জানায়, সোমবার সকালে স্থানীয়রা মসজিদসংলগ্ন ইউক্যালিপটাসগাছে সিসি ক্যামেরা দেখতে পেয়ে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পকে জানায়। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোটা গারাল ঝোরা বিএসএফ ক্যাম্পকে সিসি ক্যামেরা অপসারণ করতে বলা হয়।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসন বলেন, ‘বিএসএফ মসজিদের পাশের ইউক্যালিপটাসগাছে বাংলাদেশের দিকে তাক করে সিসি ক্যামেরা লাগিয়েছে। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।’

পতাকা বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন বিএসএফের ১৬২ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী অনীল কুমার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিএসএফ শূন্যরেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩

গঙ্গাচড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার