Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল গুলিবিদ্ধ হন। তিনি ভূরুঙ্গামারী সদসের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী জানায়, আশরাফুল গতকাল মঙ্গলবার রাতে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। রাবার বুলেট তাঁর মাথা, মুখ, হাত ও পিঠে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা রাতেই তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ফাতেমা খাতুন বলেন, গতকাল রাত পৌনে ২টার দিকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশি এক নাগরিক গুলবিদ্ধ হয়েছে বলে শুনেছি। এর সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা