হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে পুকুরে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দানুভিটা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম আলিফ হোসেন। সে দানুভিটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে এলাকার কয়েকজন শিশু বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশু আলিফের পায়ের জুতা পার্শ্ববর্তী পুকুরের  পড়ে যায় এবং সেই জুতা তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশে খোঁজ করতে শুরু করে পরিবারের লোকজন।

পরে তাঁরা ঘরের পাশের পুকুরে যান। এ সময় পুকুরের পানিতে ভাসতে দেখে তাঁরা দ্রুত আলিফকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর সংবাদটি রুহিয়া থানার ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন