Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ধারের টাকা তুলতে নিরুপায় শিক্ষকের হালখাতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ধারের টাকা তুলতে নিরুপায় শিক্ষকের হালখাতা

নতুন বছরে নতুন হিসাবের খাতা খোলেন ব্যবসায়ীরা। তাই আগের বছরের হিসাব মিটিয়ে নিতে তাঁরা আয়োজন করেন হালখাতা। বাংলা নববর্ষে এটি দীর্ঘদিনের ঐতিহ্য। এ দিনে বেশ আয়োজন করে হালখাতা করা হয়। ভালো খাওয়া–দাওয়ার আয়োজন থাকে।

তবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার দেওয়া টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করেছেন এক শিক্ষক। ধার নেওয়া ব্যক্তিদের স্মরণ করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হোটেল আন্ধারীঝাড়ে হালখাতা অনুষ্ঠিত হবে।

ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এ. এম. এ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল তাঁর পরিচিত বন্ধু–বান্ধবদের বিভিন্ন সময় প্রায় ৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কেউ টাকা ফেরত দিচ্ছেন না। নিরুপায় হয়ে তিনি হালখাতার আমন্ত্রণপত্র ছাপিয়ে ৩০ থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছেন।

আব্দুল আউয়াল বলেন, ‘বিভিন্ন সময় পরিচিত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি আমার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাওলাত নিয়েছিলেন। যারা টাকা হাওলাত নিয়েছিলেন তাঁদের অনেকবার বলার পরেও টাকা ফেরত দেননি। হাওলাত নেওয়া ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যাদের ফেরত দেওয়ার কথা বারবার বলাও যায় না। তাই এই হালখাতার আয়োজন।’

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা