হোম > সারা দেশ > রংপুর

ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে বিরূপ মন্তব্য করায় দিনাজপুরে যুবক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার রাত ৮টায় পৌর এলাকার কালীবাড়ী এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী তাঁকে আটক করে। আটক যুবক কৃষিকাজ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফেসবুকে বিক্ষোভ মিছিলের ব্যানারের ছবি দিয়ে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানান অনেকে। একইভাবে স্থানীয় সাংবাদিক আল আমিন বিন আমজাদ তাঁর ব্যক্তিগত আইডি থেকে এমন একটি পোস্ট করলে সেখানে ওই যুবক বিরূপ মন্তব্য করেন। বিষয়টি নজরে এলে ফুঁসে ওঠে ছাত্র-জনতাসহ স্থানীয় লোকজন। বিক্ষোভ মিছিল শেষে রাত ৮টায় তাঁকে ফুলবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার এলাকায় তাঁকে আটক করে ছাত্র-জনতা। পরে তাঁকে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মানিক মন্ডল নিজের হেফাজতে নেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক আল আমিন বিন আমজাদ বলেন, ‘ছাত্র-জনতা ওই যুবককে আটক করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা থানা-পুলিশের সহায়তা নিই।’

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মানিক মন্ডল বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাকে আমার দোকানে আশ্রয় দিই। পরে সেখান থেকে যৌথ বাহিনী তাকে আটক করে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে যৌথ বাহিনী তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরখাস্ত করা অধ্যক্ষকে পুনর্বহালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা

ঝড়-শিলায় ক্ষতি ৩৬০ বিঘা পেঁয়াজবীজের খেত

মহাসড়কজুড়ে ‘আলপথ’, তদন্তে নেমেছে দুদক

হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে...চাল দে’

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

আ.লীগ সরকারের পতনের ৮ মাস পরও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় বিএনপির ৬ জন আহত, আটক ৩

গঙ্গাচড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার