কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে বাড়ির কেউ হতাহত না হলেও বাস চালকের সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’
বাসযাত্রী আবুল কাশেম বলেন, ‘ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহনের বাসটি সড়ককাটা এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। চালক বাসটিকে সড়কের বাম দিক সরিয়ে নিলে ট্রাকটি বাসের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।
তিনি বলেন, ‘আমরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি। বাস চালকর সহকারী দেয়ালের ইটরে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।’
মাইশা পরিবহনর ভূরুঙ্গামারী কাউন্টার (ম্যানেজার) ব্যবস্থাপক নুরআলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।