সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত কয়েক দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ৪৬ জন শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশ ৬ মাস থেকে এক বছরের বয়সী।
হাফিজা বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘ছেলে দুই দিন যাবৎ নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কিছুটা ভালো আছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪৬ জন শিশু ভর্তি আছে। তার মধ্যে ৮ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত ও ৩৮ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত।’
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, ‘গত কয়েক দিন ধরে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিশেষ নজরদারির মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।