Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

নিহত বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেবে শাবিপ্রবি প্রশাসন, শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

নিহত বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেবে শাবিপ্রবি প্রশাসন, শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেলে প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘বুলবুলের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা বুলবুলের হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।’ 

অন্যদিকে বুলবুলের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন লোকপ্রশাসনে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, বুলবুলের পরিবারকে এককালীন ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে তাঁর পরিবারকে।

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ভর্তিতে কোটা আপাতত স্থগিত

হাওর বাঁচাও আন্দোলন ও ডিসি দুই মেরুতে

সিলেটে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সিলেটে টিলায় নিয়ে মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগ কর্মী, পুলিশে সোপর্দ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তার অভিযোগে ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, রোগীদের দুর্ভোগ

সিলেটে বন্যায় হারানো আশিকুরকে ৩ বছর পর বান্দরবানে খুঁজে পেল পরিবার