Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বানিয়াচংয়ে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১ 

প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) 

বানিয়াচংয়ে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১ 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাকন দাস (২১) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১ ঘটিকায় বানিয়াচং-হবিগঞ্জ রোডে ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাইভেট কার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। 

নিহত কাকন দাস (২১) সুনারু গ্রামের মতিলাল দাসের মেয়ে। এ ঘটনায় আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তাঁর স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)। এর মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

জানা যায়, মতি লাল দাস সপরিবারে প্রাইভেট কারে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়ি ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে আসছিলেন। এ সময় ব্রিজ থেকে নামতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাকনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রাইভেট কারে থাকা একই পরিবারের আরও তিন সদস্য আহত হন। 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই বানিয়াচং থানার পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং জনগণের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা