Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

পানিতে তলিয়ে গেছে কৃষকের কোটি টাকা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পানিতে তলিয়ে গেছে কৃষকের কোটি টাকা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসল রক্ষা বেড়িবাঁধ উপচে হাওরে পানি ঢুকে পড়ায় ১২০ হেক্টর জমির প্রায় ১৩ হাজার ৫০০ মণ বোরো ধান তলিয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা। বুধবার সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আহমদাবাদ হুনদা বিল হাওর, আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামের হাওর এবং মিরপুর ইউনিয়নের হাপাতির হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। 

এ ছাড়া পাটলি ইউনিয়নের আধাকান্দি হাওর, পাইলগাঁও ইউনিয়নের গলাকাটা হাওরে বৃষ্টির পানিসহ নদীর পাড় উপচে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। 

উল্লেখিত হাওরে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। পানিতে তলিয়ে যায় ১২০ হেক্টর জমির ধান। এর মধ্যে ২০ হেক্টর জমির ধান নষ্ট হয় গেছে এবং ৪০ হেক্টর জমির ধান আংশিক এবং বাকি ৬০ হেক্টর জমির ধান পানি কমলে কাটা যাবে বলে ধারণা করছে কৃষি অফিস। 

রমাপতিপুর গ্রামের কৃষক আলা উদ্দিন জানান, রমাপতিপুর গলাকাটা হাওরে এবার তিনি ১৬ কেদার জমিতে বোরো আবাদ করেন। ধান পাকার আগেই নদীর পানি উপচে হাওরে ঢুকে সব ধান তলিয়ে যায়। 

শেওড়া গ্রামের বর্গাচাষি কৃষক নজরুল ইসলাম জানান, সাত কেদার জমিতে বোরো আবাদ করেছিলেন। সব জমির ধান তলিয়ে গেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ‘দুই এক দিনের মধ্যে পানি কমে গেলে তলিয়ে যাওয়া ফসল কাটা যেতে পারে। এতে ক্ষতি কিছুটা কমে আসবে।’ 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কৃষকদের দ্রুত পাকা ধান ঘরে তুলতে আমার তাগিদ দিচ্ছি। পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ গুলো ঝুঁকিতে রয়েছে। তবে আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি।’ 

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক