Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে ফের বাড়ছে পানি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাটে ফের বাড়ছে পানি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নতুন করে আবার পানি বাড়তে শুরু করেছে। কয়েক দিন আগে অনেক জায়গায় পানি কমতে শুরু করছিল। তাই অনেকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরে যান। এরই মধ্যে বন্যার দ্বিতীয় ঢেউ কাটিয়ে না উঠতেই উপজেলার কয়েকটি ইউনিয়নে আবারও পানি বাড়তে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে আবারও বন্যার আতঙ্ক বিরাজ করছে। 

জানা যায়, গত দুই দিন ধরে থেকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদনদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করছে। এতে জনমনে ফের তৃতীয় ধাপের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আজ সকাল থেকে গোয়াইনঘাটের ডাউকি, সারি এবং পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এরই মধ্যে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে আবারও পানি উঠতে শুরু করেছে। যদিও এখনো নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু তাই নয়, সারী-গোয়াইন, সালুটিকর-গোয়াইন রাস্তায় পানি উঠে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভোগান্তি পোহাতে হচ্ছে। 

রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশিদ বলেন, গেল বন্যায় মানুষের অনেক ক্ষতি করে গেছে। একটু বৃষ্টি দেখলেই মানুষের মাঝে যেন আতঙ্ক বেড়ে যায়। আবারও নতুন করে পানি বাড়ছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, ‘গোয়াইনঘাটে নতুন করে কয়েকটি ইউনিয়নে কোথাও পানি বাড়ছে আবার কোথাও কমছে। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে। এ ছাড়া নদীপথে চলাচলে সাবধানতা অবলম্বন করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা