হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শাহ তানজিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্কুলছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
তানজিম চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামের শাহ ইকবাল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রানীগাও ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়া জানান, আজ দুপুরে তানজিম নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে সে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।