কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। বাড়ির পাশের ছড়ায় (নালা) মাছ ধরতে গিয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। আজ সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সমুজ মিয়া (৩০)। তিনি ওই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ায় সমুজ মিয়া বাড়ির পাশে ছড়ায় মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে একপর্যায়ে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।