Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে বাড়ছে বানের পানি, আতঙ্কে সাধারণ মানুষ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাটে বাড়ছে বানের পানি, আতঙ্কে সাধারণ মানুষ

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল। নদ-নদীর পানি বেড়ে গিয়ে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আজ সোমবার সকাল পর্যন্ত দেখা গেছে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি দিকে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের বসতবাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এতে গবাদিপশু নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন। পানি বেড়ে যাওয়ায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে সঙ্গে উপজেলা সদরের আর সড়কপথে সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

উপজেলার বাসিন্দারা জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি জাফলং এলাকার পিয়াইন নদী এবং সারি নদী দিয়ে এলাকায় ঢুকছে। এতে উপজেলার লেঙ্গুড়া, রুস্তমপুর, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, নন্দীরগাঁও, ডৌবাড়ি, ফতেহপুর, তোয়াকুল, গোয়াইনঘাট সদরসহ বেশিরভাগ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। যার কারণে উপজেলা সদরের সঙ্গে জেলা শহরে যাতায়াতের দুটি সড়ক সারী-গোয়াইনঘাট ও সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন এবং সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুত আছে। ইতিমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। ত্রাণের সঙ্গে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে। এ সময় পানি পানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময়ে বজ্রপাত, পানির স্রোতে নৌকাডুবি, বাঁধভাঙা, গাছ উপড়ে যাওয়া, সাপে কাটাসহ নানান দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানাতে হবে। 

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক