সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সিলেট জেলার ওই ব্যক্তি মারা যান। নতুন শনাক্ত হয়েছেন ২৪৬ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৭ জন।
মৃতদের মধ্যে সিলেট জেলার ৮৯৩, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়া আরও ১১৮ জন করোনায় মারা গেছেন।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলায় ১৬৩, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৩ জন রয়েছেন। এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্থানের ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৮০৩।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে একজন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ২৪৬ জন। এতে শনাক্ত ১৬ দশমিক ৯১ শতাংশ। সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত বিভাগে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৯৯৬ জন।
বিভাগীয় পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন করোনা রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৭৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রয়েছেন ১৮ জন।