Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছে। গতকাল শক্রবার (১৮ নভেম্বর) সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরেকজন চিকিৎসাধীন রয়েছে।

নিহত দুই শিক্ষার্থীরা হলো, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) এবং একই এলাকার প্রবাসী আকবর মিয়ার ছেলে শাহীন আহমেদ (১৫)। দুই বন্ধু জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে মামুন আহমদ (২১)।

আজ শনিবার (১৯ নভেম্বর) যোহরের নামাজের পর জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে শাহীন আহমেদ ও সাকরান হাসান দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে জাফলং থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে তারা শ্রীপুর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির তিনজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

প্রথমে তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন আহমেদ মারা যায়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাকরান হাসানেরও মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক