ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৫২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন গোপালগঞ্জের শিবপুর গ্রামের জসিম (২০), বনগ্রাম এলাকার নয়ন শেখ (২১) ও খুলনার মিস্ত্রিপাড়া মহল্লার ইমরান শেখ (২৬)।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের ভ্রাম্যমাণ আদালতকে হকাররা বাধা দেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান এবং ইটপাটকেল ছুড়ে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সরকারি কাজে বাধা, উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারি দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।