শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন এবং শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। গুরুতর আহত দুই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। এ সময় অলি খানসহ আরেক যুবক গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার সময় তাঁরাও মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।’
মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন এবং শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। গুরুতর আহত দুই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। এ সময় অলি খানসহ আরেক যুবক গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার সময় তাঁরাও মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।’
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ ঘণ্টা আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫