শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত চারজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা। বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।
জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’
শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত চারজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা। বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।
জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’
শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫