কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটছিলেন। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০) গুরুতর আহত হন। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। এ সময় আমরা বাধা দিতে গেলে ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বাবা হাসমত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।’
ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটতে ছিল। যে মাছের ঘেরটি ইব্রাহিম ফকির কাটতে ছিল সেই ঘেরের মাঝখানে হাসমত ফকিরের জমি। হাসমত ফকিরের কোনো জমি কাটা হয়নি। তারপরও হাসমত ফকির লোকজন নিয়ে ইব্রাহিম ফকিরের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটছিলেন। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০) গুরুতর আহত হন। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। এ সময় আমরা বাধা দিতে গেলে ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বাবা হাসমত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।’
ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটতে ছিল। যে মাছের ঘেরটি ইব্রাহিম ফকির কাটতে ছিল সেই ঘেরের মাঝখানে হাসমত ফকিরের জমি। হাসমত ফকিরের কোনো জমি কাটা হয়নি। তারপরও হাসমত ফকির লোকজন নিয়ে ইব্রাহিম ফকিরের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫