Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর

ঢাবি সংবাদদাতা

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক মারা গেছেন। গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টা ১৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত পৌনে ১১টায় তাকে কর্তব্যরত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পাদন করা হবে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে পোশাকশ্রমিককে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ

মা-বাবার পাশে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২

বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

বেশি লাভের লোভে অপরিপক্ব রসুন তুলছেন কৃষকেরা

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

রাজধানীর কামরাঙ্গীরচরে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৩