Ajker Patrika

ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা

প্রতি বছরের মতো রমজানে ইফতার মাহফিলের আয়োজন করল পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ডিআরইউ সদস্যরা ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে, তা সাংবাদিকেরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। তাদের লেখায় জাতির অনেক লাভ হবে আবার ক্ষতিও হয়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকেরা কেউ আসামি না। এই দুঃখ কোনো দিন ভুলতে পারব না।’

এ সময় ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘মাগুরার শিশুটির মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে। ধর্ষণকারীদের বিচার নিশ্চিত করতে আমাদের এক হতে হবে। এ বিষয়ে গণমাধ্যমের বড় ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই-গণমাধ্যম আমাদের মন্দের দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে।’

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডিআরইউ এর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মনির হোসেন লিটন, কবির হোসেন, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত