নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতি বছরের মতো রমজানে ইফতার মাহফিলের আয়োজন করল পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ডিআরইউ সদস্যরা ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে, তা সাংবাদিকেরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। তাদের লেখায় জাতির অনেক লাভ হবে আবার ক্ষতিও হয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকেরা কেউ আসামি না। এই দুঃখ কোনো দিন ভুলতে পারব না।’
এ সময় ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘মাগুরার শিশুটির মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে। ধর্ষণকারীদের বিচার নিশ্চিত করতে আমাদের এক হতে হবে। এ বিষয়ে গণমাধ্যমের বড় ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই-গণমাধ্যম আমাদের মন্দের দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে।’
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডিআরইউ এর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মনির হোসেন লিটন, কবির হোসেন, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মতো রমজানে ইফতার মাহফিলের আয়োজন করল পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ডিআরইউ সদস্যরা ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে, তা সাংবাদিকেরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। তাদের লেখায় জাতির অনেক লাভ হবে আবার ক্ষতিও হয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকেরা কেউ আসামি না। এই দুঃখ কোনো দিন ভুলতে পারব না।’
এ সময় ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘মাগুরার শিশুটির মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে। ধর্ষণকারীদের বিচার নিশ্চিত করতে আমাদের এক হতে হবে। এ বিষয়ে গণমাধ্যমের বড় ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই-গণমাধ্যম আমাদের মন্দের দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে।’
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডিআরইউ এর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মনির হোসেন লিটন, কবির হোসেন, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৬ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫